আজ মাওলানা মুজাফ্ফার হোসাইন এর দ্ধিতীয় মৃত্যুবার্ষিকী

আজ মাওলানা মুজাফ্ফার হোসাইন এর দ্ধিতীয় মৃত্যুবার্ষিকী

চাঁদপুরের শাহরাস্তির টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও টামটা দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি - মরহুম মুজাফ্ফার হোসেনের দ্ধিতীয় মৃত্যুবার্ষিকীতে উনার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়।



মরহুমের পরিবারের পক্ষ থেকে উনার দ্ধিতীয় ছেলে তোফায়েল আহমেদ সোহেল  মেঘনা টাইমসকে বলেন, বাবার জন্য সকলে দোয়া করবেন। উনার জীবন যৌবন সাধারন মানুষের জন্য উৎসগ করে গেছেন।

টামটা আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে চেয়ারম্যান থাকা অবস্থা পর্যন্ত প্রতিটি ওয়ার্ড, পাড়া মহল্লাতে উন্নায়নের ছোঁয়া রেখে গেছেন।

তোফায়েল আহমেদ সোহেল বলেন আমি রাজনীতিক পরিবারের সন্তান আমি বাবার আদর্শকে লালন পালন করি এবং করবো। তারেই দ্ধারা বাহিকতায় বাবার পথে হাটতে চাই, সকলে আমার এবং আমার পরিবারের জন্যও দোয়া করবেন।  

উল্ল্যখ মরহুম মুজাফ্ফার হোসেনের তিন পুত্র সন্তান এবং দুই কন্য সন্তান রেখে ১২ জুন ২০২১ সালে দুনিয়ার মায়া ত্যাগ করেন।

প্রকাশক: তানজিল হোসেন রাজু

নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

এ ক্যাটাগরির আরো নিউজ

    শীর্ষ সংবাদ:
    লোডিং...