নার্সের পোশাক পরে হাসপাতাল থেকে নবজাতক চুরি

নার্সের পোশাক পরে হাসপাতাল থেকে নবজাতক চুরি

 নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে এক নবজাতককে চুরির ঘটনা ঘটেছে।



শুক্রবার (৯ জুন) নার্সের পোশাক পরে কেউ নবজাতককে চুরি করেছে বলে জানিয়েছে পুলিশ।

নবজাতকের বাবা নলডাঙ্গা উপজেলার খাজুরা মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশ ও মা হাসনাহেনা।


মাহফুজুর রহমান পলাশ জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি স্ত্রীকে সদর হাসপাতালে ভর্তি করান। পরে সকাল ১১টার দিকে তার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন। আজ সকালে নবজাতকটি দাদি খাইরুন নাহারের কোলে ছিল। বেলা ১১টার দিকে নার্সের পোশাক পরা এক নারী এসে তার কাছ থেকে নবজাতককে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে যায়। পরে ওই নারী আর ফিরে আসেনি।


এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিষয়টি শুনে তাৎক্ষণিক সিসিটিভির ফুটেজ দেখে ওই নারীকে আটক এবং নবজাতকটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। খুব তাড়াতাড়ি তারা নবজাতককে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

এ ক্যাটাগরির আরো নিউজ

    শীর্ষ সংবাদ:
    লোডিং...