নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুলিশ পরিচয়ে ওসির বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ মে) ভোররাতে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকারের গ্রামের বাড়িতে তার বড় ভাই শহীদুল্লাহ সরকারকে কুপিয়ে ও পিটিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে গেছে একদল ডাকাত।
ভুক্তভোগী শহীদুল্লাহ সরকার জানান, তিনি প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে ১৫-২০ জনের একদল লোক পুলিশ পরিচয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় তাকে দেখামাত্র তার ডান হাতে ছুরিকাঘাত করে তাকে আহত করে ডাকাতদল। এরপর তাকে চাদর পেঁচিয়ে বেঁধে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সবকটি কক্ষে ভাঙচুর চালিয়ে চার ভরি স্বর্ণালংকার, সাত লাখ টাকাসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ছিল বলেও জানান তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গণমাধ্যমকে জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।