রাজবাড়ীর পাংশায় গোয়াল ঘরে গরুকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সকেলা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে উপজেলার মইশালা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান।
নিহত সকেলা বেগম ওই গ্রামের সেকেন মণ্ডলের স্ত্রী।
স্বজনদের বরাতে পাংশা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. চাঁদ আলী খান বলেন, সকেলা বেগম দুপুরে গোয়াল ঘরে গরুর খাবার দিতে যান। অসাবধানতাবশত ওই ঘরের সঙ্গে থাকা একটি লোহার রডে হাত পড়ে সকেলার। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান; সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।