ট্রাক উল্টে পড়ল ঘরে, ঘুমন্ত ব্যক্তি নিহত

ট্রাক উল্টে পড়ল ঘরে, ঘুমন্ত ব্যক্তি নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধানভর্তি ট্রাক চাপায় ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২০ মে) কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার কোটালীপাড়া-রাজৈর সড়কের ছিকটিবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার ছিকটিবাড়ী গ্রামের হলধর বাড়ৈর ছেলে শশীভূষণ বাড়ৈ (৬০)।



ওসি মো. জিল্লুর রহমান জানান, শুক্রবার রাতে কোটালীপাড়া থেকে গাছভর্তি একটি নছিমন রাধাগঞ্জ যাচ্ছিল। এ সময় ধানভর্তি একটি ট্রাক পীড়ারবাড়ি থেকে কোটালীপাড়া আসছিল। যানবাহন দুটি ছিকটিবাড়িতে একটি আরেকটিকে সাইট দিতে গেলে ধানভর্তি ট্রাকটি রাস্তার পাশে একটি ঘরের ওপর গিয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শশীভূষণ নিহত হন।


তিনি আরও জানান, সংবাদ পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট, পুলিশ ও স্থানীয়রা ভোরের দিকে ট্রাক সরিয়ে মরদেহ উদ্ধার করে।

নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

এ ক্যাটাগরির আরো নিউজ

    শীর্ষ সংবাদ:
    লোডিং...