৬০ ঘণ্টা পর চাঁদপুর থেকে লঞ্চ চলাচল শুরু

৬০ ঘণ্টা পর চাঁদপুর থেকে লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় ৬০ ঘণ্টা পর চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়নগঞ্জসহ অন্যান্য রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।



সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য জানান।


তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে ঘোষণা হচ্ছে। বিষয়টি লঞ্চ মালিক পক্ষকেও জানানো হয়েছে।


সকালে ঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী সংখ্যা কম। লঞ্চগুলো শিডিউল ঠিক নেই। ঘাটে তিনটি লঞ্চ অবস্থান করছে। পর্যায়ক্রমে শিডিউলের লঞ্চগুলো ঘাটে আসছে।


ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, যাত্রী আসলে চলাচলে কোনো সমস্যা হবে না। কারণ একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে।


এদিকে, সোমবার ভোর ৬টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচলও শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি হরিণা ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আলম চৌধুরী।


উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখার প্রভাব থাকায় গত শুক্রবার দিনগত রাত সোয়া ১০টায় চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

এ ক্যাটাগরির আরো নিউজ

    শীর্ষ সংবাদ:
    লোডিং...