হাতকড়া খুলে আদালত থেকে পালাল আসামি

হাতকড়া খুলে আদালত থেকে পালাল আসামি

বগুড়া জেলা জজ আদালত থেকে আসামি ইমরান ওরফে চঞ্চল (২৮) হাতকড়া খুলে পালিয়েছে।



রোববার (২১ মে) দুপুরে ওই আসামিকে আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ইমরান সদর উপজেলার নওদাপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তার বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।


আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) অশোক কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গাড়িতে পাঁচজন আসামি নিয়ে আদালতে আসে গাবতলী থানা পুলিশ। আসামিদের গাড়ি থেকে নামানোর পর ইমরান হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায়। পুলিশ তার পেছনে ধাওয়া করেও আটক করতে পারেনি। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য জেলা পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

এ ক্যাটাগরির আরো নিউজ

    শীর্ষ সংবাদ:
    লোডিং...