ফুটবল খেলার সময় বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

ফুটবল খেলার সময় বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে।



রোববার (২১ মে) বিকেলে উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর ও শান্তিপুর গ্রামের মাঝামাঝি একটি ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- হরিপুর গ্রামের সাহাজুল মিয়ার ছেলে পলাশ মিয়া (১৬) এবং শান্তিপুর গ্রামের শামসুল হকের ছেলে তোয়াছিন আহমদ (১৭)।


জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, বোরো ধানের মাঠে এলাকার কিশোর-তরুণরা ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে দু’জন মারা যায়।


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর বলেন, বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ

এ ক্যাটাগরির আরো নিউজ

    শীর্ষ সংবাদ:
    লোডিং...