রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. তাজুল ইসলাম (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মে) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তাজুল রাজাধানীর জুরাইন এলাকার স্থায়ী বাসিন্দা প্রবাসী মোহাম্মদ মোশারফ হোসেনের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে তাজুল সবার বড়। তাজুল এ কে স্কুল অ্যান্ড কলেজের চলমাল এসএসসি শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, দনিয়া কলেজের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাজুলকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।